দশম জয়ে শীর্ষস্থান আরও পোক্ত গুজরাটের

bcv24 ডেস্ক    ০৯:৪৫ পিএম, ২০২২-০৫-১৫    80


দশম জয়ে শীর্ষস্থান আরও পোক্ত গুজরাটের

আইপিএলের এবারের আসরে দুটি দল রীতিমতো পাল্লা দিচ্ছে সবচেয়ে তলানিতে থেকে মৌসুম শেষ করার জন্য। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই ও সবচেয়ে বেশি আসরের শিরোপাজয়ী দুদলের লড়াই এখন কোনোভাবে তলানি থেকে উঠে এসে লজ্জা থেকে বাঁচার। অন্যদিকে নতুনের আহ্বানে আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে নবাগত দুদল। রোববার (১৫ মে) পয়েন্ট তালিকার ৯ নম্বরে থাকা দল চেন্নাই সুপার কিংসকে সহজে হারিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে গুজরাট টাইটান্স।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া চেন্নাই রুতুরাজ ও জগাদেশানের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হাফ সেঞ্চুরিতে ভর করে ১৯.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ঋদ্ধিমান সাহা। ৫৭ বলে ৮ চার ও এক ছক্কায় তিনুই এই রান করেন।

চেন্নাই সুপার কিংসের প্লে-অফের সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই। বলতে গেলে আজকের ম্যাচটি দুদলের জন্যই ছিল গুরুত্বহীন ।

টস জিতে ব্যাটিং করতে নামা চেন্নাইয়ের শুরুটা ভালো হয়নি মোটেই। দলীয় ৮ রানেই বিদায় নেন পাঁচ রান করা ডেভন কনওয়ে। মোহাম্মদ শামীর বলে উইকেটের পেছনে ধরা পড়েন তিনি। অবশ্য এরপর মঈন আলী ও রুতুরাজের মধ্যে একটা ভালো জুটি গড়ে ওঠে। কিন্তু নবম ওভারে দলীয় ৬৫ রানে বিদায় নেন মঈন। ১৭ বল খেলে ২ ছয়ে ২১ রান করেন এই ইংলিশ অলরাউন্ডার।

উইকেট হারানো সত্ত্বেও চেন্নাই ছুটছিল মাঝারি লক্ষ্যের দিকেই। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন রুতুরাজ ও জগাদেশান। কিন্তু ষোলোতম ওভারের শেষ বলে বিদায় নেন চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ রান করা রুতুরাজ। গুজরাটের সহঅধিনায়ক রশিদ খানের শিকারে পরিণত হন তিনি। ৪৯ বল খেলে ৪টি চার ও একটি ছয়ে ৫৩ রান করেন তিনি।

রুতুরাজের বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় চেন্নাইয়ের সব চেষ্টা। তার বিদায়ের পর রানের দেখা পাননি আর কেউই। শিভম ধুবে শূন্য রানে আলজেরি জোসেফের বলে বিদায় নেন। অধিনায়ক ধোনিও ১০ বল খেলে ৭ রান করেই আউট হয়ে যান। একদিকে টিকে থাকা জগাদেশান ৩৩ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান করতে সমর্থ হয় চেন্নাই। গুজরাটের পক্ষে ৪ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নেন মোহাম্মদ শামী। একটি করে উইকেট নেন রশিদ খান, জোসেফ ও সাঁই কিশোর।

জবাব দিতে নেমে ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল পাওয়ার প্লেতেই তুলে ফেলেন ৫৩ রান। অষ্টম ওভারের প্রথম বলে এই ওপেনিং জুটি ভাঙেন আজই প্রথম খেলতে নামা মথিশ পাথিরানা। আইপিএলে নিজের অভিষেক বলেই উইকেট পেলেন শ্রীলঙ্কার নতুন মালিঙ্গা। ১৭ বল খেলে ৩ চারের মারে ১৮ রান করেন শুভমান।

জয়ের পথে থাকা গুজরাট দ্বিতীয় উইকেট হারায় ৯০ রানের মাথায়। ১২.২ ওভারে মঈন আলীর শিকার হয়ে সাজঘরে ফেরেন ২০ রান করা ম্যাথিউ ওয়েড। পাথিরানার দ্বিতীয় শিকার হয়ে দ্রুতই ফেরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। মাত্র ৭ রান করেন তিনি।

তবে গুজরাটের জয় নিয়ে শঙ্কা দেখা দেয়নি কখনোই। বাকি কাজটুকু ডেভিড মিলারকে নিয়ে সারেন ম্যাচসেরা ঋদ্ধিমান। ২০ বল খেলে ১৫ রানে অপরাজিত থাকেন মিলার।

৩.১ ওভার বল করে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন পাথিরানা। বাকি উইকেটটি নেন ২ ওভার বল করে ১১ রান দেওয়া মঈন।

এই জয়ে ১৩ ম্যাচ শেষে গুজরাটের পয়েন্ট দাঁড়াল ২০ পয়েন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী লখনৌয়ের সংগ্রহ ১২ ম্যাচে ১৬ পয়েন্ট।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত